ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

  নিজম্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি: প্রতিবেদক

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা ছিঁড়ে ফেলা, দিল্লির আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গরবার (৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের নিচে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে রিজভী বলেন, পতিত স্বৈরাচার হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতের নরেন্দ্র মোদি সকল ষড়যন্ত্র করে যাচ্ছে।

এ সময় ভারতের মিডিয়া সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা গুম, খুন করেছে, এর জন্য তো কোনদিন কথা বলেননি। শেখ হাসিনা বিতাড়িত হওয়ায় পর এদেশের মানুষ আনন্দে আছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পাচ্ছে। দিল্লিতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের ভালো কিছু দিল্লি কখনো ভালো চোখে দেখেনি। আগরতলায় আমাদের ডেপুটি হাইকমিশনে আক্রমণ, পতাকা ছিঁড়েছে তারা। নিজ বাড়িতে মেহমানকে আক্রমণ করাকে কাপুরুষ বলে।

সহকারী কমিশনে আক্রমণ, পতাকা ছেঁড়ে ফেলার তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করে এই নেতা বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, পতাকা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের ১৮ কোটি মানুষের দেশ। আমরা জানি, কী করে দেশের পতাকা সমুন্নত রাখতে হয়।

ভারতের আগ্রাসন বিরোধী এই মিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সহ সভাপতি রেহেনা আক্তার শিরীন, ডা. তৌহিদুর রহমান আউয়াল, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ বিএনপি, যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত